Saturday, October 18, 2025
Home কর্পোরেট মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল ১.০ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল ১.০ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ১.০’। বুধবার (১৫ অক্টোবর) আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।

বৈচিত্র্যপূর্ণ এ আয়োজনের মধ্যে ছিল ফার্মা অলিম্পিয়াড, ফার্মেসি–সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিতর্ক ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী।

সকালে ফার্মা অলিম্পিয়াডের মাধ্যমে কার্নিভালের কার্যক্রম শুরু হয় এবং বিকেলে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে।

এমন এক উৎসবমুখর আয়োজনকে ঘিরে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। আয়োজনের মূল লক্ষ্য ছিল—ফার্মাসিউটিক্যাল খাতের উদ্ভাবন, জ্ঞান ও ঐক্যের এক মিলনমেলায় শিল্প–বিশেষজ্ঞ, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য অংশীদারদের একত্রিত করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের প্রধান মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের ছাত্র ও ডিবেট ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি মো. মোরশেদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন—সহকারী অধ্যাপক মোহাম্মদ রাকিব আল মামুন, সহকারী অধ্যাপক ও ফার্মেসি ক্লাবের (ছাত্রী) মডারেটর রিক্তা বানু, সহকারী অধ্যাপক ও ক্লাবের (ছাত্র) মডারেটর ড. আহাদ আলী খান, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইন, ক্লাবের প্রেসিডেন্ট আনোয়ার হোসেন এবং সেক্রেটারি মো. ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে ফার্মেসি ক্লাবের নবনির্বাচিত ছাত্র ও ছাত্রী উইংয়ের কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ, পারস্পরিক সৌহার্দ্য এবং জ্ঞানচর্চার উচ্ছ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোববার হাইকোর্ট খুলছে, তত্ত্বাবধায়ক ফেরানোর মামলা নিষ্পত্তির অপেক্ষায়

৪৫ দিন টানা অবকাশকালীন ছুটির পর আগামীকাল খুলছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী অবকাশকালীন এই ছুটি পর প্রথম দিন প্রধান বিচারপতি একটি...

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল ১.০ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ১.০’। বুধবার (১৫ অক্টোবর) আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত...

রাজধানীতে ছিনতাই উদ্বেগজনকভাবে বেড়েছে

রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গুলি বা ছুরিকাঘাতে আহত বা নিহত হচ্ছে সাধারণ মানুষ। মোটরসাইকেল থামিয়ে, ট্রেনে কিংবা ব্যস্ত সড়কের পাশে রাতের...

দরপত্র জটিলতায় পায়রার তাপবিদ্যুৎ কেন্দ্রে দৈনিক ক্ষতি ৫ কোটি টাকা আবু তাহের

পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ শেষ হলেও কয়লা আমদানি জটিলতায় ১০ মাস ধরে বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ আমদানি-নির্ভরতা...

Recent Comments