Saturday, October 18, 2025
Home আইন আদালত রাজধানীতে ছিনতাই উদ্বেগজনকভাবে বেড়েছে

রাজধানীতে ছিনতাই উদ্বেগজনকভাবে বেড়েছে

রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গুলি বা ছুরিকাঘাতে আহত বা নিহত হচ্ছে সাধারণ মানুষ। মোটরসাইকেল থামিয়ে, ট্রেনে কিংবা ব্যস্ত সড়কের পাশে রাতের অন্ধকারে হামলা চলছে। পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে উঠছে। পুলিশের মতে, ঢাকায় রাত ১২টা থেকে ভোর ৫টা হচ্ছে ছিনতাইয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এ সময় মোটরসাইকেলভিত্তিক ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। গত কয়েক মাসের এসব ঘটনা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে এক হাজার ৪৮৩টি। রাজধানীতে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় দায়েরকৃত এ ধরনের মামলার সংখ্যা ১২৬। এর মধ্যে জুলাইয়ে ৩৮, আগস্টে ৫২ এবং সেপ্টেম্বর মাসে ৩৬টি মামলা হয়। অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত মামলার কোনো রেকর্ড জানাতে পারেনি ডিএমপি।

ভুক্তভোগীরা নানান কারণে মামলা করতে চান না। এ কারণে মামলার চেয়ে বাস্তবে ছিনতাইয়ের ঘটনা অনেক বেশি।

গত ১১ অক্টোবর রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়ার তিতাস রোডে ছিনতাইকারীদের অস্ত্রে গুলিবিদ্ধ হন ৩৩ বছর বয়সি বেসরকারি চাকরিজীবী নাফিস আজিজ সিদ্দিক। প্রতিরোধ করায় দুর্বৃত্তরা বাম পায়ে গুলি করে তার মোটরসাইকেল ও দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। তাকে প্রথমে ফরায়েজী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খিলগাঁও থানার পুলিশ বলছে, ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

বেসরকারি চাকরিজীবী মাহবুব আলম জানান, গত ২ অক্টোবর ধানমন্ডির একটি হাসপাতাল থেকে ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফেরার সময় চালকের হামলার শিকার হয় তার স্ত্রী। পথে রিকশাচালক নিজের কাছে রক্ষিত স্বর্ণালংকার স্ত্রীর চিকিৎসার জন্য বিক্রির প্রস্তাব দেয় নারী যাত্রীকে। ফোনে স্বামীর পরামর্শ অনুযায়ী সে প্রস্তাব না মানায় ওই রিকশাচালক রিকশা থামিয়ে তার সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হয়। এমনকি তাকে ধাক্কা দেয়। চক্রের আরো কয়েকজন ওই প্রতারকের পক্ষ নেয়। তখন ওই স্থান অতিক্রমকারী পুলিশের একটি টহল টিমকে জানালে ওই রিকশাচালক ও নারী দুজনকেই ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। মাহবুব আলম থানায় এসে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, চলতি বছর ছিনতাইয়ে অন্তত ৪০ জন আহত হন, যাদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ। আহতদের বড় অংশই রাত ১টা থেকে ৪টার মধ্যে হাসপাতালে আসে। পুলিশ জানায়, মোটরসাইকেলভিত্তিক চক্র রাতের নির্জন সড়কে পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই শেষে পালিয়ে যায়। প্রতিরোধকারীরা হামলার শিকার হন।

থানায় ওই সময় দায়িত্বরত ডিউটি অফিসার জানান, ওই নারী সংঘবদ্ধ চক্রের সদস্য কি না, তা যাচাই করার জন্য তাকে ছাড়তে বিলম্ব হয়। রিকশাচালকের পরিণতি জানা যায়নি।

কাজ শেষে তেজগাঁও থেকে বাসায় ফেরার পথে ১২ অক্টোবর ভোর পৌনে ৫টার দিকে যাত্রাবাড়ী থানার পাশে টেম্পুস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন পত্রিকা অফিসের কর্মী মাহবুব আলম। এ সময় তার ব্যাগ ছিনতাই হয়। ব্যাগে টাকা, মোবাইল ফোন এবং এটিএম কার্ড ছিল। তার সহকর্মী মেহেদি হাসানকে বহনকারী প্রাতিষ্ঠানের অটোরিকশা ৮ অক্টোবর রাত ৩টার দিকে শনির আখড়ার কুতুবখালীতে একটি পিকআপের ব্যারিকেডে আক্রান্ত হয়। ছিনতাইকারীরা সিএনজির দরজা খুলে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে সবকিছু কেড়ে নিতে চায়। মেহেদি প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা তার হাত-পায়ে আঘাত করে টাকা, মোবাইল ফোন এবং একটি এটিএম কার্ড কেড়ে নেয়। একই অফিসের শেখ ওবায়েদুল তেজগাঁও শিল্প এলাকা থেকে ভোরে বিজয় সরণি ফ্লাইওভারে হাঁটছিলেন। ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছলে চার-পাঁচজন ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কয়েকদিনের ব্যবধানে একই অফিসের তিনজন ছিনতাইয়ের কবলে পড়েন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর চকবাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারান আমির লাল সরদার (৩৫)। পুলিশ বলছে, রাতে পথরোধের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। প্রতিরোধ করলে এ হামলা চালানো হয়।

গত ২৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হন শান্ত আহমেদ বাবু (৩০)। একই ভাবে মৃত্যু হয় তার। কাছাকাছি আন্ডারপাস এলাকায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ছুরিকাঘাতে আহত হন শিক্ষার্থী আবাবিল আদিত্য (২২)। দুর্বৃত্তদের কাছে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা হারিয়ে তিনি এখন চিকিৎসাধীন।

এলাকাবাসীর অভিযোগ, আন্ডারপাসটি রাতের বেলা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়। গত ১৫ জুলাই উত্তরা ৫ নম্বর সেক্টরে ১৫ লাখ টাকা ছিনতাই হয়। এক ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। এ ধরনের আরেকটি ঘটনা ঘটে ১৮ আগস্ট, গাউসুল আজম এভিনিউতে। তখন ১০ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে উত্তরা বিভাগ ডিবি পুলিশ চক্রের প্রধানসহ দুজনকে গ্রেপ্তার করে।

ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় ২৬ এপ্রিল বিকালে ব্যস্ত সড়কে গাড়ির জানালা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী কর্মীর ব্যাগ টেনে নেয় দুর্বৃত্তরা। এতে ওই নারী গুরুতর আহত হন। ঘটনার সিসিটিভি রেকর্ড রয়েছে। পিবিআই মামলাটি তদন্ত করছে।

জানা যাচ্ছে, রাজধানীর আশপাশে ট্রেনের ছাদে ছিনতাই এখন একটি বড় ধরনের সংগঠিত অপরাধে পরিণত হচ্ছে। ঢাকা রেলওয়ে পুলিশ ৪ অক্টোবর খিলগাঁওসংলগ্ন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন আলাউদ্দিনকে (১৯) আটক করে। তার কাছে একটি ধারালো চাকু পাওয়া যায়।

শুধু রাজধানী ঢাকায়ই নয়, ঢাকার বাইরেও বেড়েছে ছিনতাই। গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের আনোয়ারায় যাত্রী সেজে এক সিএনজিচালককে হত্যা করে পালায় দুর্বৃত্তরা। ২ সেপ্টেম্বর পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন রিকশাচালক মো. সদিয়া (৩৫)। ২৫ আগস্ট সাভারের বিশমাইল এলাকায় কাভার্ড ভ্যানের চালক মো. শামীম হোসেন (৩০) ছুরিকাঘাতে নিহত হন। ৭ আগস্ট সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন মো. ডালিম (৩৫)। এছাড়া ৬ অক্টোবর সিলেটে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ক্রমবর্ধমান এ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডিএমপি, পুলিশ সদর দপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক ছয় ঊর্ধ্বতন কর্মকর্তা। এসব ঘটনায় তারাও উদ্বেগ প্রকাশ করেন। কোনো পক্ষের চক্ষুশূল হওয়ার আশঙ্কায় আগামী নির্বাচন পর্যন্ত খুব দেখেশুনে পা ফেলতে চান কর্মকর্তারা।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এএইচএম শাহাদাত হোসেন বলেন, ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোয় সিসিটিভি নেটওয়ার্ক সম্প্রসারণ ও আলোকায়ন বাড়ানোর আলোচনাও চলছে।

অপরাধ বিশেষজ্ঞ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. উমর ফারুক বলেন, সংগঠিত চক্রের মাধ্যমে পরিকল্পিতভাবে অপরাধ ঘটছে। সিসিটিভির দুর্বল কাভারেজ, রাতের অন্ধকার ও নিরাপত্তার ঘাটতি তাদের পালিয়ে যেতে সহজ করে দিচ্ছে। হটস্পট এলাকা শনাক্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ানো দরকার।

ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ছিনতাই বৃদ্ধির কথা স্বীকার না করলেও বলছেন, রাজধানীতে কাজের সন্ধানে যেমন গ্রাম থেকে মানুষ আসে, তেমনি অপরাধ করতেও মানুষ আসে। অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। বাড়ানো হয়েছে পুলিশের মোটরসাইকেল টহল টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মা কার্নিভাল ১.০ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফার্মা কার্নিভাল ১.০’। বুধবার (১৫ অক্টোবর) আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত...

রাজধানীতে ছিনতাই উদ্বেগজনকভাবে বেড়েছে

রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গুলি বা ছুরিকাঘাতে আহত বা নিহত হচ্ছে সাধারণ মানুষ। মোটরসাইকেল থামিয়ে, ট্রেনে কিংবা ব্যস্ত সড়কের পাশে রাতের...

দরপত্র জটিলতায় পায়রার তাপবিদ্যুৎ কেন্দ্রে দৈনিক ক্ষতি ৫ কোটি টাকা আবু তাহের

পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ শেষ হলেও কয়লা আমদানি জটিলতায় ১০ মাস ধরে বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ আমদানি-নির্ভরতা...

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি

চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম *দ্য টেলিগ্রাফ*। শুক্রবার (১৭...

Recent Comments