আর্থিক সংকটে একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংকগুলো হলো ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।
জানা যায়, পাঁচ ব্যাংক বেতন–ভাতার জন্য ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা চাইলেও কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিয়েছে মাত্র ৩৫০ কোটি টাকা, যা কেবল জরুরি ভিত্তিতে বেতন পরিশোধ নিশ্চিত করার জন্য বরাদ্দ করা হয়েছে।
বৈঠকে গভর্নর স্পষ্টভাবে জানান, বর্তমান আর্থিক অবস্থায় আগের বেতন কাঠামো বহাল রাখা সম্ভব নয়। তাই পাঁচ ব্যাংকের প্রায় ১৬ হাজার কর্মীর বেতন ও অন্যান্য সুবিধা কমানো ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের রেজোলিউশন বিভাগ ইতোমধ্যেই বেতন কমানোর প্রয়োজনীয় নথি প্রস্তুত করছে।
এদিকে, পাঁচ ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে গঠিত হতে যাওয়া ‘সাম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ চালু হলে আর্থিক শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত এই পাঁচ ব্যাংককে ৩৫,৩০০ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা এখনও পরিশোধ করতে পারেনি সংশ্লিষ্ট ব্যাংকগুলো।


