খেলাপি বিনিয়োগ আদায়ে অর্থঋণ আদালতে দায়ের করা মামলার সার্বিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে প্যানেল আইনজীবীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছে এক্সিম ব্যাংক।
ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসকের সহযোগী শেখ আহমেদ জামি, মো. রাইসুল ইসলাম ও মো. আব্দুল আওয়াল চৌধুরী এবং ব্যাংকের এএমডি আব্দুল আজিজ (জুম্মা), ডিএমডি মাকসুদা খানম ও মো. মইদুল ইসলাম।


