রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’। প্রযুক্তিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে উদ্ভাবনী পণ্য নির্মাতা টেকনোর জনপ্রিয় মেগাবুক ল্যাপটপ সিরিজ। ১৩ ডিসেম্বর পর্যন্ত চলা এ মেলায় বৈশ্বিক ও দেশীয় ব্র্যান্ডের নানা প্রযুক্তি পণ্যের পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে মূল্যছাড়, বিশেষ অফার এবং এক্সক্লুসিভ গিফট প্যাকেজ।
টেকনোর মেগাবুক সিরিজ দেখতে এবং কিনতে স্টার টেক, রায়ানসসহ বিভিন্ন আউটলেট থাকছে ক্রেতাদের প্রধান গন্তব্য। মেগাবুক সিরিজের চারটি আলোচিত মডেল—মেগাবুক কে১৫এস এএমডি, কে১৬এস এএমডি, টি১ ১৫.৬ ১৩তম জেন এবং মাত্র ৯৯৯ গ্রাম ওজনের টি১৪ এয়ার—গ্রাহকদের কাছে বিশেষভাবে নজর কাড়ছে।
ইনটেল-ভিত্তিক ল্যাপটপ ক্রেতারা পাচ্ছেন টেকনো ওয়াচ নিও, আর রাইজেন-ভিত্তিক মডেলে থাকছে টেকনো বাডস ৪ গিফট হিসেবে। কর্মক্ষমতা, ডিজাইন ও বহনযোগ্যতার দিক থেকে মডেলগুলোকে দেশীয় বাজারে প্রতিযোগিতামূলক বলে মনে করছেন প্রযুক্তিবিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই টেকনো তাদের উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ দিয়েছে। মেগাবুক এস১৪ সম্প্রতি IFA ২০২৫-এ ‘গ্লোবাল প্রোডাক্ট টেকনোলজি ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে, আর মেগাবুক টি১ পেয়েছে ‘রেড ডট প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ড’।
মেলায় টেকনোর এক্সক্লুসিভ অফার ও ল্যাপটপ মডেল সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যাবে ব্র্যান্ডটির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো।


