সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। শুক্রবার তিনি তদন্ত কমিটির সদস্য সচিব হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, এই মুহূর্তে অগ্নিকাণ্ডের প্রকৃতি নিয়ে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। তিনি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পর্যবেক্ষণ করছি। তবে বিষয়টি দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করা যাবে না।” অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সচিবালয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত থাকে, তাই অগ্নিকাণ্ডের কারণ দ্রুত খুঁজে বের করা জরুরি।”
বুধবার দিবাগত রাতে সচিবালয়ের এই অগ্নিকাণ্ড ঘটে। রাত ১টা ৫২ মিনিটে খবর পেয়ে ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে ১৯টি ইউনিট সম্পৃক্ত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দুপুর পৌনে ১২টায় তা পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রাথমিক প্রতিবেদন শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদনে অগ্নিকাণ্ডের কারণ, উৎস ও নিরাপত্তা ঘাটতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।