Tuesday, June 17, 2025
Home জাতীয় সচিবালয়ের আগুন নাশকতা না দুর্ঘটনা, নিশ্চিত করা যাচ্ছে না :ফায়ার সার্ভিস

সচিবালয়ের আগুন নাশকতা না দুর্ঘটনা, নিশ্চিত করা যাচ্ছে না :ফায়ার সার্ভিস

সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। শুক্রবার তিনি তদন্ত কমিটির সদস্য সচিব হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, এই মুহূর্তে অগ্নিকাণ্ডের প্রকৃতি নিয়ে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়।  তিনি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পর্যবেক্ষণ করছি। তবে বিষয়টি দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করা যাবে না।” অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সচিবালয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত থাকে, তাই অগ্নিকাণ্ডের কারণ দ্রুত খুঁজে বের করা জরুরি।”

বুধবার দিবাগত রাতে সচিবালয়ের এই অগ্নিকাণ্ড ঘটে। রাত ১টা ৫২ মিনিটে খবর পেয়ে ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরে ১৯টি ইউনিট সম্পৃক্ত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দুপুর পৌনে ১২টায় তা পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

তদন্ত কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রাথমিক প্রতিবেদন শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদনে অগ্নিকাণ্ডের কারণ, উৎস ও নিরাপত্তা ঘাটতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪৪ জন

প্রতিদিনই দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২৪৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের...

তেহরান থেকে দূতাবাসকর্মী ও প্রবাসীদের সরিয়ে নেবে বাংলাদেশ

ইসরাইলি হামলার মধ্যে নিরাপত্তা শঙ্কায় তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং নাগরিকদের সরিয়ে নিচ্ছে সরকার। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের...

বিতর্কিত তিন জাতীয় নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ

বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের...

২০২৫ সালে নতুন ভোটার হন ঘরে বসেই আবেদন করবেন যেভাবে

২০২৫ সালের মধ্যে যেসব নাগরিক এখনও জাতীয় পরিচয়পত্র (NID) পাননি বা নতুন ভোটার হননি, তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। এবার ঘরে বসেই অনলাইনে আবেদন...

Recent Comments