Saturday, November 8, 2025
Home জাতীয় শুধু একটা নির্বাচনের জন্যই এতগুলো মানুষ প্রাণ দেয়নি: আসিফ মাহমুদ

শুধু একটা নির্বাচনের জন্যই এতগুলো মানুষ প্রাণ দেয়নি: আসিফ মাহমুদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শুধু একটি নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ প্রাণ দেয়নি। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, তাদের সংস্কারের কাজ সম্পন্ন করেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার।”বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। সভায় আসিফ মাহমুদ আরও বলেন, “এই আন্দোলনে প্রায় দুই হাজার শহিদ এবং ২০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা আমাদের কাছে সংস্কারের দাবি জানাচ্ছেন। তারা চান, অন্তর্বর্তী সরকার এই সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন আয়োজন করুক।”আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের গঠন করা কমিশনগুলোর প্রস্তাবনা জমা দেওয়ার পর সেগুলোর আলোচনার মাধ্যমে সংস্কারের কাজ শুরু হবে।

তিনি বলেন, “কমিশনগুলো তাদের প্রস্তাবনা জমা দিচ্ছে এবং আমরা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্কারের প্রক্রিয়া শুরু করব।”উন্নয়ন প্রকল্পের মধ্যে তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিশেষ গুরুত্ব দেয়ার ঘোষণা দেন। স্থানীয়দের জন্য রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান এবং লাইব্রেরির উন্নয়নসহ অন্যান্য সুবিধা বাড়ানোর কথাও বলেন তিনি। “বালিয়াডাঙ্গী উপজেলার উন্নয়ন করতে আমরা বিশেষ বরাদ্দে ৫০ লক্ষ টাকা লাইব্রেরি নির্মাণের জন্য ঘোষণা করেছি,” বলেন তিনি।

বিগত সরকারের সময়ে কিছু এলাকার উন্নয়নকে অবহেলা করা হয়েছে, যা সংশোধন করতে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, “এখন আমরা পল্লী বিদ্যুতায়নের মানোন্নয়ন এবং পৌরসভা সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করব।”অবশেষে, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ জানান, “আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহের বিষয়ে ব্যবস্থা নিব।” তিনি আরও জানান, কিছু পৌরসভার ক্যাটাগরি পূরণ না করার কারণে সেগুলো পুনঃপর্যালোচনা করা হবে এবং কিছু পৌরসভা বাতিল করা হতে পারে। এদিন সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজও পরিদর্শন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই ভোট: প্রেস সচিব

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের...

মৌসুমের প্রথম কুয়াশা ঢেকে দেবে রাজধানীর যেসব এলাকা

বাংলাদেশে শীতের আগমনী সংকেত হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমের প্রথম কুয়াশা ধেয়ে আসছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে...

তৈরি পোশাক খাতের সব ধরনের অভিযোগ সমাধান করবে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল

তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্র-সংক্রান্ত সব ধরনের অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব নিচ্ছে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)। এতদিন সংস্থাটি শুধু পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) বিষয় দেখভাল...

জনস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধভিত্তিক চিকিৎসায় জোর দেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিরোধমূলক চিকিৎসা ও গবেষণার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ,...

Recent Comments