সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনে চমক দেখিয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটি দিন শেষে সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে উঠে আসে।
লেনদেনের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, যার লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ১ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লেনদেন করেছে ৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।
ডিএসই সূত্রে জানা যায়, শীর্ষ লেনদেনের তালিকায় আরও যেসব কোম্পানি উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, বিএটিবিসি, সি পার্ল বিচ রিসোর্ট এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।


