মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং ব্র্যাক হেলথকেয়ারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। ব্যাংকের সিটিও মো. নাজমুল হুদা সরকার ও ব্র্যাক হেলথকেয়ারের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ মো. রকনুজ্জামান উভয় প্রতিষ্ঠানকে প্রতিনিধি হিসেবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং ব্র্যাক হেলথকেয়ারের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. রাজিবও উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীরা ব্র্যাক হেলথকেয়ারের ফার্মেসি থেকে ওষুধ কেনা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে চিকিৎসা গ্রহণে বিশেষ ছাড় সুবিধা পাবেন। চুক্তির লক্ষ্য হলো গ্রাহকদের স্বাস্থ্যসেবায় সহজতা ও আর্থিক সুবিধা নিশ্চিত করা, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার সূচনা হিসেবে বিবেচিত হবে।


