বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে। শুক্রবার (১১ জুলাই) সকালে আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে উঠে এসেছে আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। সকাল সাড়ে ৯টার দিকে শহরটির একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ১৭৫, যা “অস্বাস্থ্যকর” পর্যায়ে পড়ে।
একই সময় দ্বিতীয় স্থানে ছিল উগান্ডার রাজধানী কামপালা (স্কোর ১৬৭), এবং তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (স্কোর ১৬৪)। এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকাও রয়েছে প্রথম দশে—১০৫ স্কোর নিয়ে নবম অবস্থানে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে, একিউআই স্কোর যদি ১০১ থেকে ১৫০ এর মধ্যে হয়, তবে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ এর স্কোর বোঝায় ‘অস্বাস্থ্যকর’ বায়ু, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই স্তরে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এর চেয়েও বেশি, অর্থাৎ ২০১ থেকে ৩০০ স্কোরকে ধরা হয় ‘খুব অস্বাস্থ্যকর’—এ অবস্থায় জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক অবস্থা তৈরি হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা শহরের সব বাসিন্দার জন্য তীব্র স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোতে অনিয়ন্ত্রিত যানবাহন, কারখানার ধোঁয়া ও অব্যবস্থাপনায় দ্রুত বাড়ছে বায়ুদূষণ। ঢাকার মতো জনবহুল শহরগুলোতে এ সমস্যা আরও প্রকট, যার প্রতিক্রিয়া সাধারণ মানুষের স্বাস্থ্যেই পড়ছে।
পরিবেশবিদদের মতে, দূষণ মোকাবেলায় সরকারি উদাসীনতা, পরিকল্পনার ঘাটতি এবং নাগরিক অসচেতনতা বড় কারণ হয়ে উঠেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।


