শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বেনিফিসিয়ারি ওনার একাউন্টের (বিও একাউন্ট) মেইনটেন্যান্স ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ (২৭ মে) অনুষ্ঠিত বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিও একাউন্ট মেইটেন্যান্স ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। প্রতি বছর বিও একাউন্ট মেইনটেন্যান্সের ফি ব্রোকারহাউজের মাধ্যমে পরিশোধ করতে হয়।
বর্তমান মন্দা বাজারের বাস্তবতায় নতুন বিনিয়োকারীদের আকৃষ্ট করার লক্ষে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিও একাউন্ট মেইনটেইন্যান্স সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানিয়ে আসছিল। এই দাবির প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বিও একাউন্ট মেইনটেইন্যান্স ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
Portbet
আজকের বৈঠকে ব্রোকারহাউজের সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) হতে অর্জিত সুদ আয় ব্যবহার সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে, ব্রোকারহাউজগুলো অর্জিত সুদ আয়ের অর্থের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে জমা দিয়ে বাকি অর্থ তারা ব্যবহার করতে পারবে।