Saturday, November 8, 2025
Home জাতীয় রাজনীতি বড় দল বলে বেশি ত্যাগ স্বীকার করতে হয় : তারেক রহমান

বড় দল বলে বেশি ত্যাগ স্বীকার করতে হয় : তারেক রহমান

দেশ ও গণতন্ত্রের স্বার্থে দেশের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির স্যাক্রিফাইসটাও বেশি বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‌‌‘বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দল হিসেবে আমাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। আমাদের নেতাকর্মীদের বলছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকেই পাশে রাখুন।’

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বড় হলে সমস্যাও বেশি, দায়িত্ব অনেক, স্যাক্রিফাইসটাও বেশি। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপি রাজপথে নেমেছে–এই ঐতিহ্যকে সামনে রেখেই দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে।

তারেক বলেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি যদি শক্ত করতে হয়, তবে বিএনপিকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভিন্নমতকে সহনশীলতা ও সম্মান দেখিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোই হবে দলের পথ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। তারপরও অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনেও অনেক ছাড় দিয়েছে বিএনপি। অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে বিএনপি। যেন সবাই নির্বাচনের দিকে এগিয়ে যায়।

বিএনপির গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের চর্চা আমরা শুধু রাষ্ট্রে নয়, দলের মধ্যেও বজায় রাখতে চাই। গণতন্ত্রে বিশ্বাস বলেই আমরা ভিন্নমতকে গুরুত্ব দিই, শুনি এবং সমাধানের চেষ্টা করি।’

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একজনের অপকর্মের দায় যেন পুরো দলকে না বহন করতে হয়। দলের সুনাম নষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ও তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করাই হবে দলের মূল দায়িত্ব।

খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ তারেক রহমান মানুষের ভোটাধিকার নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মৌসুমের প্রথম কুয়াশা ঢেকে দেবে রাজধানীর যেসব এলাকা

বাংলাদেশে শীতের আগমনী সংকেত হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমের প্রথম কুয়াশা ধেয়ে আসছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে...

তৈরি পোশাক খাতের সব ধরনের অভিযোগ সমাধান করবে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল

তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্র-সংক্রান্ত সব ধরনের অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব নিচ্ছে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)। এতদিন সংস্থাটি শুধু পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) বিষয় দেখভাল...

জনস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধভিত্তিক চিকিৎসায় জোর দেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিরোধমূলক চিকিৎসা ও গবেষণার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ,...

বাজারে এলো ব্র্যান্ড নিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ডিপল এস-০৫ (S05)

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সম্পূর্ণ নতুন প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ‘ডিপল এস-০৫ (Deepal S05)’। ডিপল তাদের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ডিএইচএস অটোস-এর মাধ্যমে বাংলাদেশের বাজারে নিয়ে...

Recent Comments