১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ তে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর ০১০৮৩৩১। এ ছাড়া তিন লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০১৫৬৮৯৭ নম্বর। তৃতীয় পুরস্কার এক লাখ টাকা করে দুটি বিজয়ী নম্বর হ?লো-০০৫৬৩৬২ ও ০৪৫৩৬৬৮।
চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০৯১২৪৪৪ ও ০৯৮৩৫৭২। গতকাল ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিস সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। ১০০ টাকা মূল্যমানের মোট ৮৩টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর এই ‘ড্র’ পরিচালিত হয়। এগুলো হলো-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক ,ঘখ, ঘগ, ঘঘ এবং ঘঙ এই ‘ড্র’-এর আওতাভুক্ত। এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো- ০০১৩৩৮৬, ০২৬৫৯৩৮, ০৩৬৯১১৭, ০৬২০২৫৯, ০৭৯৯৭৩২, ০০১৪৯৯২, ০২৯২৯৪১, ০৪১৭৭২৮, ০৬২৪৭১৮, ০৮২১৬৭৭, ০০২৮১৮৩, ০২৯৬৪২৯, ০৪২৫৬৮৩, ০৬৭৪৩৪৪, ০৮৬৫১২২, ০০৫৩২২৬, ০৩২৭৯১০, ০৫০১০৪৩, ০৭১২৭৪০, ০৯০৩৩৯২, ০১১৯০৬৯, ০৩৪০৪০৭, ০৫১৫৫৪২, ০৭৫৯০৫৯, ০৯০৪৩৫২, ০১৬৮৮৭৩, ০৩৪৯৩১৫, ০৫৪৯৫২১, ০৭৬৯৩৯২, ০৯২২১৮০, ০২৪৪০৭৪, ০৩৫৫২০৬, ০৫৬৫৯৩৬, ০৭৮২৭২৮, ০৯৩৬৬১৭, ০২৫৭৫৯৪, ০৩৬৭৫২৯, ০৬০২২৬৫, ০৭৯১৪২৮ ও ০৯৮৫৯৫২।


