নতুন শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। বিশেষত, নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস, যেখানে ছাত্র-জনতার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এবং ক্ষমতা পরিবর্তনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নতুন বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ১ জানুয়ারি। সংশোধিত পাঠ্যবইগুলোতে গুরুত্ব পেয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলন এবং সরকারের পতনের কাহিনি। বাংলা সাহিত্য বইয়ের একটি নতুন অধ্যায়, “আমাদের নতুন গৌরবগাঁথা”, বিশেষভাবে নজর কেড়েছে। এখানে বর্ণনা করা হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের দিনটি, যেদিন ছাত্র-জনতা গণভবন অভিমুখে যাত্রা করে এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটে। অধ্যায়ে লেখা হয়েছে, “সেদিন সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটে আসে। গণভবন ঘেরাওয়ের প্রস্তুতি চলছিল। আন্দোলনকারীদের দাবির মুখে প্রধানমন্ত্রী দেশত্যাগ করেন।’’
পাঠ্যবইয়ে উঠে এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকার কথাও। বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হওয়ার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের গতি ধরে রাখে। এর মাধ্যমে আন্দোলন জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে। নতুন পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ে শেখ হাসিনা সরকারের আমলের আর্থিক দুর্নীতি, গুম-খুন এবং দমন-পীড়নের বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। বইয়ে উল্লেখ করা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট এবং ক্ষমতায় টিকে থাকতে সরকারের নানা প্রহসনের কাহিনি।
এ ছাড়া পাঠ্যবইয়ে স্বাধীনতার ইতিহাসে কিছু পরিবর্তন আনা হয়েছে। চার নেতার বিবরণীতে শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও রয়েছে। তবে স্বাধীনতার ঘোষণায় মেজর জিয়াউর রহমানের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, পরিবর্তিত পাঠ্যবইগুলো অনলাইনে পাওয়া যাবে। তারা বলেন, নতুন বইগুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে, যা শিক্ষার্থীদের বর্তমান প্রজন্মের গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করবে।
বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের ইতিহাস সম্পর্কে নতুন উপলব্ধি দেবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে।