আজ শুক্রবার দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকালে ভোর ৪টা থেকে দুপুর ১টার মধ্যে এ ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়ায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে থাকবে বজ্রপাত ও বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার বরাতে জানান, আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের উত্তরাংশ—যেমন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও যশোর জেলার ওপর দিয়ে ভারি বজ্রপাতসহ বৃষ্টি অতিক্রম করতে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, এই সময়টিতে কৃষক ও কৃষি শ্রমিকদের খোলা মাঠে কাজ করা একেবারেই ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষত বজ্রপাতের আশঙ্কা থাকায় দুপুর ১২টার আগেই সব ধরনের কৃষিকাজ শেষ করার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কৃষকদের প্রতিও একই ধরনের সতর্কতা দিয়েছেন এই গবেষক। তিনি জানান, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করলে জীবনহানির ঝুঁকি থাকে। তাই সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।
দেশের চলমান আবহাওয়াজনিত এই ঝুঁকি মাথায় রেখে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতনতামূলক প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে কৃষিজমি বা খোলা এলাকায় কাজ করা শ্রমজীবী মানুষদের প্রতি অনুরোধ, আবহাওয়ার খবরে চোখ রাখুন এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে আশ্রয় নিন।