Monday, June 16, 2025
Home জাতীয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিমি যানজট, ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিমি যানজট, ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব প্রান্ত থেকে আশেকপুর পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো যাত্রীরা।

বুধবার (৪ জুন) দিন শেষে সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ হয়ে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা আরও বাড়তে থাকে। রাতভর যানবাহনগুলো ধীরগতিতে চললেও ভোর থেকে চাপ বেড়ে যায় কয়েকগুণ। ফলে যমুনা সেতু পূর্ব পাড় থেকে আশেকপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উত্তরবঙ্গগামী যাত্রীরা জানান, তারা গতকাল সন্ধ্যায় গাড়িতে উঠেও টাঙ্গাইল পৌঁছাতে ১০ থেকে ১২ ঘণ্টা লেগেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

দিনাজপুরগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাত ৯টায় গাড়িতে উঠেছি। ১০ ঘণ্টা পরে টাঙ্গাইলে এসেছি। তারপর সকাল ৬টা থেকে আবার গাড়ি বন্ধ। খাওয়া নাই, ঘুম নাই, গরমে খুব কষ্ট হচ্ছে।’

মালয়েশিয়া প্রবাসী রাসেল মিয়া বলেন, ‘আমি রাজশাহী যাচ্ছি। গতকাল এয়ারপোর্টে নেমে মাইক্রোবাস ভাড়া করে রওনা হয়েছি। ১২ ঘণ্টায় টাঙ্গাইল এসেছি। কখন বাড়ি পৌঁছাব, বুঝতে পারছি না।’

চালকরা জানান, অতিরিক্ত যানবাহনের চাপেই এই যানজট তৈরি হয়েছে। তারা বলেন, দুদিন ধরে ঠিকমতো খাওয়া-ঘুম করতে পারিনি। এভাবে গাড়ি চালানো খুব কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তারা যানজট নিরসনে কাজ করছে এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার (১৫ জুন) তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞ‌প্তিতে বলা হয়, ইরানে...

কুমিল্লা জেলার ইতিহাসে প্রথম নারী ওসি নাজনীন সুলতানা

সতের টি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা জেলায় থানার সংখ্যা আঠারো । এসব থানার কোনোটিতে নাজনীন সুলতানার আগে কেউ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন...

ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার (১৫ জুন) এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্যাংক...

আবু সাঈদ হত্যা: এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...

Recent Comments