Tuesday, July 15, 2025
Home পুঁজিবাজার ডিএসইর নতুন সিটিও আসিফুর রহমান

ডিএসইর নতুন সিটিও আসিফুর রহমান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে যোগদান করেছেন দেশী বিদেশী বিভিন্ন স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠানে প্রযুক্তি বিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব ড. মোঃ আসিফুর রহমান। আজ (২ জুলাই) ডিএসইতে যোগ দিয়েছেন তিনি।

ড. আসিফ বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিভাগে দীর্ঘদিন সফলতার সাথে কাজ করেছেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আশা ইন্টারন্যাশনাল গ্রুপ পিএলসিএর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্মার্ট সার্ভিস টেকনোলজিস কোম্পানি লি. (Fukuoka, Japan)-এর ওভারসিজ অপারেশন্স-এর হেড হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব পালনকালে তিনি আটটি কোম্পানি এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মায়ানমার ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্ব তৈরি করেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত কিউশ্যু বিশ্ববিদ্যালয় (Kyushu University), জাপান-এর সিস্টেম এলএসআই রিসার্স সেন্টার-এর রিসার্স ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

তার বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি আশা এবং আশা ইন্টারন্যাশনাল-এ ডিরেক্টর আইটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এ সহযোগী অধ্যাপক, অ্যানজেলনেট টেকনোলজিস আইএনসি. (ইউএস্এ)-এর ঢাকা অফিসের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড ব্যাংক এর ETAC Data Computerization Project-এর এসিস্টেন্ট প্রোগ্রামার ও FAO Andre Mayer Fellowship Project-এর কম্পিউটার কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যাান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ছাত্র হিসেবে ১৯৯৪ সালে বিএসসি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। তিনি জাপানে কিউশ্যু বিশ্ববিদ্যালয় (Kyushu University) জাপান থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তিনি বুয়েট গ্রাজুয়েট ক্লাব লিমিটেড ও বুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। তার ফাইন্যান্সিয়াল মার্কেটের ব্লক চে্ইন, এআই ও মেশিন লার্নিং এপ্লিকেশন্স এবং ফাইন্যান্সিং মডেলিং-এর জন্য হাই পারফরমেন্স কম্পিউটিং আর্কিটেকচার ও স্কেলেবল সিস্টেম দক্ষতা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আর নেই

বাংলাদেশের ব্যবসা ও আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তিত্ব, এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আর নেই। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস...

অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক নীতিতে আস্থা বাড়ছে

বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে ‘ভবিষ্যতের পথনির্দেশক’ হিসেবে উল্লেখ করে এর প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।...

জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত ঐকমত্যের আহ্বান ড. আলী রীয়াজের

রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন জুলাই মাসের মধ্যেই একটি জাতীয়...

যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলের হামলায় নিহত ৭৮ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির আলোচনা সত্ত্বেও ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় সোমবার একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন ত্রাণ...

Recent Comments