বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইইউর পক্ষ থেকে গণতন্ত্র বিশেষজ্ঞ মেট বেকেন এবং মাইকেল লিডর বৈঠকে অংশ নেবেন। ইসির উপসচিব মো. মিজানুর রহমানের জারি করা অফিস আদেশ অনুযায়ী, বৈঠকে নির্বাচন ব্যবস্থার সংস্কার, গুরুত্বপূর্ণ নির্বাচন-সংক্রান্ত অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, রাজনৈতিক দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ এবং নির্বাচন কমিশনের ভূমিকা।
ইসি ইতিমধ্যেই আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা অনুযায়ী, ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সীমানা পুনর্নির্ধারণ এবং দল নিবন্ধন কার্যক্রমও চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। অন্যদিকে, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ইতিমধ্যে নির্বাচনি প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান করেছে। ভোটার নিবন্ধনের জন্য কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে সংস্থাটি। ভবিষ্যতে নির্বাচনি প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্ভাব্য সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মাধ্যমে নির্বাচন কমিশনের সুপারিশ ও প্রয়োজনীয়তাগুলো বিশ্লেষণ করে ইইউ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইসি প্রস্তাবিত সংস্কার এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনি ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে কমিশন বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ এবং অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


