Tuesday, June 17, 2025
Home জাতীয় রাজনীতি আ.লীগ আর কখনো ক্ষমতায় আসবে না: দুলু

আ.লীগ আর কখনো ক্ষমতায় আসবে না: দুলু

 

নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে এক জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আওয়ামী লীগের ভবিষ্যত রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর মন্তব্য করেন। রোববার (১৭ নভেম্বর) বিকেলে আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ আগামী ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেন।

দুলু বলেন, “গত সাড়ে ১৫ বছর ধরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ জনগণের ওপর শোষণ চালিয়েছে। তাদের লুটপাট ও দুর্নীতির জন্য জনগণ আর কখনো তাদের ক্ষমতায় আসতে দেবে না। সোনার বাংলাদেশে শেখ হাসিনার কোনো স্থান হবে না।”

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। আমরা মাত্র শেখ হাসিনার পতন ঘটিয়েছি। সামনে নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। যারা বিভেদ সৃষ্টি করবে, তাদের সাধারণ কর্মীরাই প্রতিহত করবে।”

দুলু অতীতে বিএনপির সংকটময় পরিস্থিতির স্মৃতিচারণ করে বলেন, “একটা সময় মিছিলের জন্য লোক খুঁজে পাওয়া যেত না। কিন্তু এখন সে সংকট নেই। আমাদের দলে যারা সাড়ে ১৫ বছর ধরে অবিচল ছিলেন, তাদের মূল্যায়ন হবে। আওয়ামী লীগের দোসররা যেন বিএনপিতে প্রবেশ করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। কোনো নেতা যদি এদের প্রবেশে সহায়তা করেন, তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে।”

নাটোরে বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাবুর হত্যাকারীদের বিচার নাটোরের মাটিতেই হবে। পাশাপাশি যারা অস্ত্রের জোরে ভোট ছাড়া চেয়ারম্যান, মেয়র বা এমপি হয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপির এই নেতার বক্তব্যে তার দলীয় অবস্থান স্পষ্ট হয়। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সরব থেকে ভবিষ্যতের নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতির বার্তা দেন। পাশাপাশি দলের মধ্যে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লেনদেনের তালিকায় শীর্ষে তৌফিকা ফুডস এন্ড লাভেলো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৭ জুন) লেনদেনে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয় এদিন। শীর্ষ লেনদেনকারী কোম্পানির তালিকায়...

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪৪ জন

প্রতিদিনই দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২৪৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের...

তেহরান থেকে দূতাবাসকর্মী ও প্রবাসীদের সরিয়ে নেবে বাংলাদেশ

ইসরাইলি হামলার মধ্যে নিরাপত্তা শঙ্কায় তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং নাগরিকদের সরিয়ে নিচ্ছে সরকার। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের...

বিতর্কিত তিন জাতীয় নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ

বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের...

Recent Comments