Saturday, November 8, 2025
Home পুঁজিবাজার আইপিওর ৯৯ % অর্থ ব্যয় করেছে জেএমআই হসপিটাল

আইপিওর ৯৯ % অর্থ ব্যয় করেছে জেএমআই হসপিটাল

জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২২ সালে। ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধে কোম্পানিটি পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৭৫ কোটি টাকা উত্তোলন করে। আইপিওর অর্থ হাতে পাওয়ার ১২ মাসের মধ্যে তা ব্যয় করার কথা থাকলেও বিভিন্ন কারণে সেটি করতে পারেনি কোম্পানিটি। এজন্য দুই দফা আইপিওর অর্থ ব্যয়ের সময়সীমা বাড়ায় কোম্পানিটি। গত বছরের ডিসেম্বর শেষে কোম্পানিটি আইপিও তহবিলের ৯৯ দশমিক ৩২ শতাংশ অর্থ ব্যয় করেছে। স্টক এক্সচেঞ্জের কাছে জমা দেয়া তহবিল ব্যয়সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং আইপিওর ৭৫ কোটি টাকার মধ্যে ৭৪ কোটি ৪৯ লাখ ১৪ হাজার ৬৩৪ টাকা ব্যয় করেছে। এর মধ্যে ভূমি উন্নয়ন খাতে ৪ কোটি ২৫ লাখ, ভবন ও পূর্তকাজে ৫৫ লাখ ৩৭ হাজার ৮৫৯, বিএমআরই প্রকল্পের যন্ত্রপাতি বাবদ ৩৫ কোটি ৮৩ লাখ, সাধারণ সেবা সুযোগ-সুবিধা খাতে ৫ কোটি ২১ লাখ ৯৪ হাজার ৯০৭, ঋণ পরিশোধে ২৫ কোটি, আইপিওর খরচ খাতে ৩ কোটি ১৪ লাখ ৬১ হাজার ৮৬৮ এবং বীমা ও শুল্ক বাবদ ৪৯ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেছে কোম্পানিটি। অব্যবহৃত রয়েছে ৫০ লাখ ৮৫ হাজার ৩৬৬ টাকা।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই হসপিটালের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯৫ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ১২ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে জেএমআই হসপিটাল বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৮ টাকা ৮৪ পয়সায়।

জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।

২০২২ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের বর্তমানে অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৭৯ কোটি ৫৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১২০। এর মধ্যে ৩২ দশমিক ৩০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪৪ দশমিক ৯২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৩ দশমিক ৭৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল জেএমআই হসপিটালের শেয়ার সর্বশেষ ৫১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৩ টাকা ও ৭৮ টাকা ৯০ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই ভোট: প্রেস সচিব

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের...

মৌসুমের প্রথম কুয়াশা ঢেকে দেবে রাজধানীর যেসব এলাকা

বাংলাদেশে শীতের আগমনী সংকেত হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমের প্রথম কুয়াশা ধেয়ে আসছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে...

তৈরি পোশাক খাতের সব ধরনের অভিযোগ সমাধান করবে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল

তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্র-সংক্রান্ত সব ধরনের অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব নিচ্ছে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিল (আরএসসি)। এতদিন সংস্থাটি শুধু পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (ওএসএইচ) বিষয় দেখভাল...

জনস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধভিত্তিক চিকিৎসায় জোর দেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিরোধমূলক চিকিৎসা ও গবেষণার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ,...

Recent Comments